গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
১০নং হাজীপুর ইউনিয়ন পরিষদ
উপজেলা: কুলাউড়া, জেলা: মৌলভীবাজার।
মাসিক সভার কার্যবিবরণীঃ-
সভাপতিঃ মোঃ মাহমুদ আলী
চেয়ারম্যান
হাজীপুর ইউনিয়ন পরিষদ।
সভার তারিখঃ ১৬/১০/২০১৩ খ্রিঃ।
স্থানঃ ইউনিয়ন সভাকক্ষ।
সময়ঃ সকাল ১১:০০ ঘটিকা।
সভায় উপস্থিতিঃ পরিশিষ্ট “ক”।
সভার শুরুতেই সভাপতি উপস্থিত সকল ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন এবং বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনানো হয়। কার্যবিবরণীতে কোনরূপ সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।অতঃপর বিভাগ ওয়ারী আলোচনা করার জন্য উপস্থিত সদস্যদের মতামত আহ্বান করা হয়।পরিষদ সদস্য জনাব নুর আহমদ চৌধুরী সাহেব সভাকে অবহিত করেন যে, এ ইউনিয়নের ব্যবসায়ীবৃন্দের ট্রেড লাইসেন্স, রিক্সার লাইসেন্স ও রাইছ মিল এর লাইসেন্স নবায়ন করা হয়নি তাদের লাইসেন্স নবায়ন নিশ্চিত করা প্রয়োজন।তাছাড়া তিনি আরও জানান যে, রাতের বেলা কিছু কিছু রিক্সা চালক হারিকেন ব্যবহার করেন না যা সম্পূর্ন বেআইনী। এসকল বিষয়ে জনসচেতনামূলক প্রচারের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
সিদ্ধান্তঃআগামী ১৫ দিনের মধ্যে ট্রেড লাইসেন্স, রিক্সার লাইসেন্স ও রাইছ মিল এর লাইসেন্স নবায়ন নিশ্চিত করতে হবে এবং রাতে হারিকেন বিহীন রিক্সা চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অফিসার ইনচার্জ, কুলাউড়া থানাকে অনুরোধ জানিয়ে পত্র যোগাযোগ করতে হবে।
বাস্তবায়নেঃ চেয়ারম্যান, হাজীপুর ইউনিয়ন পরিষদ ও সচিব, হাজীপুর ইউনিয়ন পরিষদ।
স্বাক্ষরিত/-
(মোঃ মাহমুদ আলী)
চেয়ারম্যান
হাজীপুর ইউনিয়ন পরিষদ
কুলাউড়া, মৌলভীবাজার।
স্মারক নং-২০৩ তারিখঃ২০/১০/২০১৩ খ্রিঃ
অনুলিপিঃ সদয় অবগতির জন্য
১। জেলা প্রশাসক, মৌলভীবাজার।
২। চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কুলাউড়া
৩। উপজেলা নির্বাহী অফিসার
৪। ভারপ্রাপ্ত কর্মকর্তা, কুলাউড়া থানা।
কার্যার্থেঃ
৫। জনাব --------------------------- সদস্য, হাজীপুর ইউনিয়ন পরিষদ।
৬। সভাপতি, ব্যবসায়ী কল্যাণ সমিতি, হাজীপুর, কুলাউড়া।
৭। অফিস নথি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS